২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বিউটি পার্লার থেকে ১০ লক্ষ টাকার জাল নোট এবং একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের আদালতপাড়া এলাকার বউ সাজ বিউটি পার্লার থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- নবীনগরের আলমনগর এলাকার সাথী, করিমশাহ এলাকার তাসলিমা আক্তার ও খাদিজা আক্তার। সিসিটিভির ফুটেজে দেখা যায়, মুখে মাক্স পরা এক যুবতী মেয়ে রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারে প্রবেশ করেন৷ পরে ব্যাগটি বিউটি পার্লারে রেখে বের হয়ে যান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বউ সাজ বিউটি পার্লারে চালানো অভিযানে ১০...