নয় বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, “সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই বাজেয়াপ্ত করার আদেশ দেয়।” খুব দ্রুত এই টাকা ফেরত আসবে বলে আশা করছেন সিআইডির এই কর্মকর্তা। এর আগে দুপুরে সিআইডির এক বার্তায় বলা হয়, সিআইডি আদালতের মাধ্যমে আরসিবিসির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে। তবে সংবাদ সম্মেলনে ছিবগাত উল্লাহ যে তথ্য দিয়েছেন, তাতে ওই অর্থ এখনো বাজেয়াপ্ত করা হয়নি, সিআইডি বাজেয়াপ্ত করার আদেশ পেয়েছে কেবল। তিনি বলেন, “প্রাপ্ত তথ্য ও...