চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার মীরের বাগানের পাশে চামার পাড়া। মাত্র ১৩টি রবিদাস পরিবার এখানে বসবাস করে। দুঃখ-কষ্ট, অভাব-অনটনের ভেতর দিয়েই চলে তাদের দিন। তবে এই অভাব তাদের ধর্মবিশ্বাস বা সাংস্কৃতিক চর্চাকে থামাতে পারেনি। প্রতি বছর শরৎ কালে এখানে বসে মনসা পূজা আর রাতভর মনসা গানের পালা। দোবলা রানীর মানত থেকে শুরু হয়েছে এই গ্রামে মনসা পূজা ও মনসা গানের পালা। ২০ বছর আগে হাত-পায়ের ঘাঁ নিয়ে ভোগছিলেন গ্রামের প্রবীণ নারী দোবলা রানী (৬০)। তিনি মানত করেন, সুস্থ হলে মনসা পূজা দেবেন আর গানের আয়োজন করবেন। পরে সুস্থ হয়ে সেই মানত পূরণেই শুরু হয় পূজা ও গানের আয়োজন। প্রথম দিকে পারিবারিকভাবে তার বাড়ির সামনেই বসে মনসার গান। এরপর থেকে প্রতিবছরই আয়োজন চলছে। দোবলা রানী বলেন, “আমি মানত করেছিলাম, ভালো হয়ে...