বর্তমান প্রজন্ম একটা লক্ষ্যে পৌঁছতে চায় যে- এই বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়ব। বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন চিন্তাধারা নিয়ে তারা এগোতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা জেনারেশনের বাহিরে কোনো চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। আন্দোলন করতে গিয়ে কোনো ছাত্র সংগঠন তাদের রাস্তায় নামায়নি, নিজেদের থেকে অভিভাবকের হাত ধরে তারা রাস্তায় নেমেছে। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করার পরও তারা পিছপা হয়নি। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। তিনি বলেন, এই জেনারেশন তারেক জিয়াকে যেভাবে চেনেন, হয়তোবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...