রোববার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর। জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলগুলো উদ্ধার করে। সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা তদন্ত ও হারানো ফোন উদ্ধারে গঠিত এ সেল এ পর্যন্ত ৫০৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১...