খুলনার বিভিন্ন স্থানে অবৈধ খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। এসময় প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মামলা দেওয়া হয়। রোববার (২১ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই সূত্র জানয়, একোয়া ড্রিংকিং ওয়াটার, মাসাফি ড্রিংকিং ওয়াটার, মোল্লা ফুড অ্যান্ড বেভারেজ এবং অলিস ফুড অ্যান্ড বেভারেজ নামক প্রতিষ্ঠানগুলো প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাতকরণে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ না করে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন সময় তাদের অনুমোদনের জন্য চিঠি দেওয়া হয়। পণ্যের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা না করেই প্রতিষ্ঠানগুলো বাজারজাত করছে।...