আগামী বছর অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপ ও এফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। রোববার ইংলিশ কোচ পিটার বাটলার বাফুফে ভবন সংলগ্ন নতুন করে বসানো টার্ফেই প্রথম দিনের অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের দুটি দলকে এশিয়ান কাপে তুলে ইতিহাস গড়া এই কোচ। অনুশীলনের জন্য মাঠ সংকট নিয়েই শুরু হলো মর্যাদাকর দুটি আসরের প্রস্তুতি ক্যাম্প। পিটার বাটলার বলছিলেন, ‘অনুশীলনের জন্য আমাদের কোনো মাঠ নেই। তাই বাফুফের এই মাঠই ভরসা।’ নারীদের এশিয়ান কাপের ক্যাম্প বাফুফে ভবনে হবে না সেটা আগেই ঘোষণা করেছিল বাফুফে। বাফুফের পরিকল্পনা ছিল কোনো হোটেলে বা রিসোর্টে আফঈদাদের ক্যাম্প করার। ঢাকার বাইরে ক্যাম্প করার জন্য বাফুফে দুটি জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করেছিল। একটি যশোরে, অন্যটি চট্টগ্রামে। তবে শেষ পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডকেই অনুশীলনের ক্যাম্প করার জন্য...