মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথভাবে গত ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস উদ্বোধন করেছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থেও ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমবে। এই উদ্যোগের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট গ্রহণের জন্য পয়েন্ট-অব-সেল (পস) মেশিন ও বাংলা কিউআর যুক্ত করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান থেকে শুরু করে প্রশাসনিক অফিস- সব জায়গাতেই ডিজিটাল লেনদেন করা সম্ভব হবে। এছাড়া, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি ডেবিট কার্ড চালু করা হয়েছে, যা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। বিশেষ...