জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আবরার ফাহাত আমাদের অনুপ্রেরণা। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মরণে পলাশী মোড়ে ‘আগ্রাসন বিরোধী আটস্তম্ভ’-এর নির্মাণকাজ দেখতে গিয়ে নিজের ছবিসহ ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার এ কথা লেখেন। ফেসবুক পোস্টে আখতার হোসেন লেখেন, শহীদ আবরার ফাহাদ স্মরণে ঢাবি-বুয়েট সংলগ্ন পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী আটস্তম্ভ নির্মাণের কাজ চলছে। আবরার ফাহাদ আমাদের অনুপ্রেরণা। আবরার ফাহাদের শাহাদাতের প্রথম বার্ষিকীতে আমরা কিছু তরুণ মধ্য রাতে পলাশীর মোড়ে একত্রিত হয়েছিলাম। সমস্ত ভয়কে পাশ কাটিয়ে আমরা নির্মাণ করেছিলাম ‘আগ্রাসন বিরোধী আটস্তম্ভ’। সেদিন আমরা আমাদের শপথে জয়ী হতে পেরেছিলাম। আখতার আরও লেখেন, কিন্তু স্বৈরাচার হাসিনা প্রশাসন আটস্তম্ভের কাঠামোকে স্থায়ী হতে দেয়নি। তারা প্রথম দিনই ভেকু মেশিন দিয়ে আটস্তম্ভকে ভেঙে ফেলে। প্রতিবাদে আমরা বাঁশ দিয়ে আটস্তম্ভ...