আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন। সবধরণের ক্রিকেট থেকে অবসর না নিলেও বিসিবিতে নির্বাচন করবেন সাবেক এই অধিনায়ক। জানালেন, আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণার প্রয়োজন দেখছেন না তিনি। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন এমন। বলেছেন, ‘অবসর নেয়ার কোনো দরকার নেই। এটা তো সবাই বোঝেন, যদি বিসিবিতে নির্বাচিত হই তাহলে আর ক্রিকেট খেলব না। কিন্তু এটা কোথাও লেখা নাই যে, আমি খেলতে পারব না। তাই আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেয়ার কোনো প্রয়োজন নেই।’ বিসিবিতে নির্বাচিত হলে চ্যারিটি ছাড়া অন্য কোনো ম্যাচ খেলবেন না বলে জানিয়েছেন তামিম। ৩৬ বছর বয়সী সাবেক ওপেনার বলেছেন, ‘যেহেতু প্রশ্ন উঠেছে সেহেতু বলে দিলাম, আমি যদি নির্বাচিত হই তাহলে এই দেশে ক্রিকেটের (মাঠে খেলার বিষয়ে) সঙ্গে আমার কোনো...