কুমিল্লার মুরাদনগরে আসন্ন সারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ সভার আয়োজন করে মুরাদনগর উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, তথ্য প্রযুক্তির সহকারী প্রোগ্রামার রাফিত আহম্মেদ, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মো. জসিম উদ্দিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ জোনাল পল্লি বিদ্যুৎ ডি.জি.এম মো. মহিউদ্দিন, রাহিমপুর আজাচক আশ্রমের ড. মানবেন্দ্র যুগল ব্রহ্মচারি। সভায় বক্তব্য রাখেন, দুলাল দেবনাথ, অরুপ নায়ায়ন পোদ্দার, দিন দয়াল পাল, চেয়ারম্যান শুকলাল দেবনাথ, ভিপি জাকির, নবিপুর পশ্চিম ইউনিয়নের বি.এন.পি নবিপর পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক হেদায়াত...