ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অক্টোবরে বসবে সংস্থাটি। ইসি সূত্রগুলো জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর আগে সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। বড় কোনো প্রতিবন্ধকতা না থাকলে যা আগামী সপ্তাহ নাগাদ শুরু হতে পারে। জানা গেছে, সংলাপের সময়সূচি প্রস্তুত করে রেখেছে ইসি সচিবালয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা নথিতে অনুমোদন করলেই অংশীজনদের চিঠি দিয়ে ও ফোনে জানানো হবে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, নারী নেত্রী, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে। দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বর্তমানে নতুন দলের নিবন্ধন কার্যক্রম চলছে।...