অবশেষে বেজে উঠেছে চট্টগ্রামের ব্যবসায়ীদের শতবর্ষী সংগঠন ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনের দামামা। সংগঠনের আগামী নেতৃত্বের জন্য চার ক্যাটাগরি থেকে ২৪ জন পরিচালকের পদের বিপরীতে শনিবার ৭১ জন ব্যবসায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেম্বার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘোষিত তফশিল অনুযায়ী শনিবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। জমাকৃত মনোনয়নপত্রগুলো ২৩ সেপ্টেম্বর বাছাই ও ২৫ সেপ্টেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ রাখা হয়েছে। আগামী ১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম চেম্বার নির্বাচন বোর্ডের সদস্য মাহমুদ হাসান দেশ রূপান্তরকে বলেন, চারটি ক্যাটাগারিতে মোট ৭২ জন মনোনয়ন ফরম গ্রহণ করেছিলেন। এদের মধ্যে ৭১ জন মনোনয়ন ফরম জমা করেছেন। অর্ডিনারি গ্রুপ ক্যাটাগরিতে ৪৮ জন, অ্যাসোসিয়েট গ্রুপ ক্যাটাগরিতে ১৭ জন, ট্রেড গ্রুপে ৩...