এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে খেলার চেয়েও বেশি আলোচিত ‘হ্যান্ডশেক বিতর্ক’। এক সপ্তাহ কেটে গেলেও এ নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছে না। বিতর্কিত সেই ঘটনার জন্য এবার ভারতকে প্রশ্নবিদ্ধ করলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের সাবেক অধিনায়কের মতে, পাকিস্তানের সাথে খেলতে পারলে হাত মেলাতে সমস্যা কোথায়। ভারতের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি, হাত মেলানোর মধ্যে কোনও ভুল নেই। যখন আপনি ম্যাচ খেলছেন, তখন সবকিছুই করা উচিত, হাত মেলানোও তার একটি অংশ। আমি জানি না সমস্যা কোথায়। আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমার মতে, এতে কোনও সমস্যা নেই।’ ৬২ বর্ষী এ অলরাউন্ডার বলেন, ‘যখন প্রতিবাদ করছেন, তখন না-ই খেলতেন। যদি আপনি প্রতিবাদ জানিয়ে...