৪৫-এ পা দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আজ অভিনেত্রীর জন্মদিন। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম অভিনেত্রীর। নিজের প্রতিভা, সাহসী চরিত্র বেছে নেওয়া আর অব্যাহত সাফল্যের মধ্য দিয়ে নিজের পরিচয় দাঁড় করিয়েছেন কারিনা। ২০০০ সালে জেপি দত্তর ‘রিফিউজি’ দিয়ে বলিউডে অভিষেক হয় কারিনার। প্রথম অভিনয়ের ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও নায়িকা হিসেবে তার উপস্থিতি চোখে পড়ার মতো। এই ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত নায়িকার পুরস্কার পেয়েছেন কারিনা। তবে একটা বিষয়, কারিনা নিজেই ফিরিয়ে দিয়েছিলেন ‘কাহো না…পেয়ার হ্যায়’-এর প্রস্তাব, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে বছরের সবচেয়ে বড় হিট। বাণিজ্যিক সাফল্যের সহজ পথে না গিয়ে তিনি বেছে নিয়েছিলেন নিজের মতো করে চলার রাস্তা। ২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’-এ তার চরিত্র পু সময়ের অন্যতম চরিত্র। এখনো সেই সংলাপ, ভঙ্গিমা মিম...