শৌর্য দেব প্রথমবারের মতো টালিউডে সিনেমা পরিচালনায় আসছেন। সেই সিনেমায় নতুনরূপে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ওটিটির উমা বৌদি এবার বড়পর্দার ‘প্রোমোটার বৌদি’ হয়ে আসছেন। ‘প্রোমোটার’ বললে এমনই ছবি মাথায় আসে। বদ্ধমূল সেই ধারণা ভাঙতে এবার পর্দায় আসছেন অভিনেত্রী। প্রোমোটার বললে সে পুরুষই হবে— এমনই একটা প্রচলিত ধারণা রয়েছে। স্বস্তিকা বলেন, নব্বইয়ের দশকের বাণিজ্যিক মসলা সিনেমার স্বাদ আবার ফিরিয়ে দেবে এই ‘প্রোমোটার বৌদি’। একদিকে যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকদের নিয়ে দর্শকমহলে আলোচনা হয়, ঠিক তেমনই বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে অঞ্জন চৌধুরী,প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, রবি কিনাগীর মতো পরিচালকদের সমান অবদান রয়েছে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, মূলধারার বাণিজ্যিক সিনেমা থেকেই তো আমার শুরু। এখনো শহরতলিতে গেলে ‘প্রিয়তমা’, ‘সাথীহারা’ সিনেমা নিয়ে আলোচনা করেন দর্শকরা। সেই স্বাদই...