এশিয়া কাপের সুপার ফোর ম্যাচের টসের পরও হ্যান্ডশেক করলো না ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসের সময় অনেকটা মনমরা হয়ে ছিলেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টসের ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েই সালমানের পাশ থেকে সরে গেছেন। এই মাঠেই ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। আজকের ম্যাচেও আগে ব্যাট করবে পাকিস্তান। তবে এবার টস জিতেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার। ভারতের একাদশ:অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম...