২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রবিবার গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, রবিবার উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লাখিশ ও আশদোদ এলাকায় কিছুক্ষণ আগে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিবৃতিতে বলা হয়, গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলের বিমানবাহিনী। অন্যটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এই...