বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় রোববার সন্ধ্যায়। এ দিন বিকেলেই একটি সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় ঢাকার একটি হোটেলে। ব্যানারে লেখা ছিল ‘আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আয়োজনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সকল পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকবৃন্দ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম এবারের নির্বাচনে কাউন্সিলর হচ্ছেন ওল্ড ডিওইচএস ক্লাব থেকে। বিসিবি পরিচালক পদে নির্বাচনও করবেন তিনি। পরিচালক পদে নির্বাচিত হলে বিসিবি সভাপতির পদেও লড়বেন দেশের সফলতম ওপেনার। তিনি ও ইশরাক ছাড়াও এই সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী ইসরাফিল খসরু (বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে),...