২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর লামাবাজার থেকে আব্দুল মছব্বির একাডেমী সড়কের সিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে ৩০২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এই রাস্তার নির্মাণ কাজে ৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রকল্প কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং ইষ্টিমেট অনুযায়ী কাজ করা হয়নি। কাজ চলাকালীন সময়ে এলজিইডি’র কোন প্রকৌশলী বা উপসহকারী প্রকৌশলীর উপস্থিতিও দেখা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এরই মধ্যে নতুন ঢালাইয়ের কিছু অংশ ভেঙে পড়তে শুরু করেছে বলেও জানা যায়। শমশেরনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনামুল হক শামীম অভিযোগ করে বলেন, “আগেও অনিয়মের বিষয়ে ইউএনও মহোদয়কে অবহিত করা হয়েছে।...