আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়ি। বলছি, ২০২৩ সালের কথা। সে বছরের ৭ ডিসেম্বর স্কুলে ছিল বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে অংশ নেওয়ার পাশাপাশি একই দিন আমি আরও দুইটি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পাই। ফলে দিনটি আমার কাছে এক সুন্দর স্মৃতির অংশ হয়ে আছে। প্রতিযোগিতা দুইটির একটি ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর অন্যটি ছিল সাধারণ জ্ঞান ভিত্তিক একটি প্রতিযোগিতা। আমাদের উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই দুইটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতার কথা আগে থেকে জানতাম। তাই আগে থেকেই এর প্রস্তুতি শুরু করেছিলাম। কিন্তু সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার কথা জানতে পারি মাত্র একদিন আগে। আয়োজনের দিন সকালে আমার স্কুলে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি আরও ১০ থেকে ১২ জন প্রতিযোগী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবে। একজন আপা আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। এরপর প্রতিযোগিতায় অংশ...