মাধ্যমিক স্তরের নতুন বই ছাপানো নিয়ে শুরু হয়েছে জটিলতা। বিতর্কের পরও জুলাই গণহত্যার আসামিসহ আওয়ামী লীগ নেতাদের অনেক প্রতিষ্ঠানই কাজ পাচ্ছে। এসব অভিযোগে ৯ম ও ১০ম শ্রেণির বই ছাপানোর টাকা ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়। তবে এনসিটিবি বলছে, তাদের কাজে স্বচ্ছতা আছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী বছরের জন্য প্রায় ৩১ কোটি নতুন বই ছাপাচ্ছে সরকার। প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলেও মাধ্যমিকের ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম শ্রেণির বইয়ের দরপত্র বাতিল করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিসহ অনিয়মে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠানের কাজ বাদ দিতে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে পুনঃদরপত্রে আবারও এসব প্রতিষ্ঠান কাজ পাওয়ার সুযোগ পাচ্ছে। এ কারণে ৯ম ও ১০ম শ্রেণির বই ছাপানোর টাকা ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়। দরপত্রের শর্তও এমনভাবে করা হয়েছে, যাতে নির্দিষ্ট...