মহাপরিচালক হিসেবে কবি রেজাউদ্দিন স্টালিনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিচালক পদেও নতুন চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে দেশ-বিদেশে প্রচারের উদ্দেশ্যেবাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) এবং চারজন পরিচালক নিয়োগ দিয়েছে। নবনিযুক্ত পরিচালকরা হলেন শাহীন দিল-রিয়াজ (প্রশিক্ষণ বিভাগ), ড্যানিয়েল আফজালুর রহমান (প্রযোজনা বিভাগ), সালমা জামাল মৌসুম (গবেষণা ও প্রকাশনা বিভাগ) ও দীপক কুমার গোস্বামী (নাটক ও চলচ্চিত্র বিভাগ)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত পরিচালনা কাঠামো আধুনিক যুগের চাহিদা পূরণের জন্য শিল্পকলা একাডেমির পুনর্গঠনে কাজ করবে। এর মধ্যে রয়েছে—কার্যকর অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা লালন; দেশি-বিদেশি বিশেষজ্ঞ...