পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় দেড় মণ (৬০ কেজি) ওজনের একটি পাখি মাছ। আজ রোববার দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তের খোলা বাজারে ১১৬ টাকা কেজি দরে ৬ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়েছে। জেলে ও আড়তদার সূত্রে জানা গেছে, ‘এফবি মাছরাঙ্গা’ নামের একটি ট্রলার এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। সমুদ্রে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে পাখি মাছটি ধরা পড়ে। মাছ শিকার শেষে আজ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে খোলা ডাকে এটি বিক্রি করা হয়। স্থানীয় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুরে মাছটি মহিপুর বন্দরের আঁখি ফিসে খোলা বাজারে ডাকের মাধ্যমে বিক্রি হয়। মাছটি অনেক সুস্বাদু, দামেও কম, তবে এসব মাছের এ অঞ্চলে চাহিদা কম। মাছটি বাড়তি দামে বিক্রির জন্য ঢাকায়...