মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়ার পেছনে দেশি-বিদেশি শক্তির ‘ইন্ধন’ ছিল না বলে সাক্ষ্যের জেরায় বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় রোববার সাক্ষ্যের জেরায় নাহিদ এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ জেরা হয়। ৪৭তম সাক্ষী নাহিদকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। সাক্ষ্য শুরু হয় বুধবার; শেষ হয় রোববার দিনের প্রথম ভাগে। মাঝে বৃহস্পতিবারও সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ। আইনজীবী আমির হোসেন জেরায় নাহিদ ইসলামকে বলেন, ৩ অগাস্ট সরকার পতনের এক দফা কর্মসূচি তাদের দীর্ঘদিনের পরিকল্পনার ফল। “দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল...