ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “রাষ্ট্র যে কনস্টিটিউশন চলবে, তার বাস্তব রূপ দিয়েছেন হযরত মুহাম্মদ (সা.)। তিনি শুধু তত্ত্বগতভাবে নয়, বরং বাস্তব জীবনে তা প্রমাণ করে দেখিয়েছেন।” রবিবার (২১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:এক অধ্যাপকের কাছেই ‘অসহায়’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা ধর্ম উপদেষ্টা বলেন, “দেড় হাজার বছর আগে নারী-শিশুর অধিকার, মানুষের কথা বলার অধিকার, বর্ণ ও জাতিগত বৈষম্য নিরসনসহ উত্তরাধিকার আইন ও নারী শিক্ষার ক্ষেত্রে নবীজীর (সা.) দিকনির্দেশনাতেই আধুনিকতার ছোঁয়া বিদ্যমান ছিল।' তিনি আরো বলেন, “আমাদের প্রত্যেকের উচিত সীরাত ও সুন্নাতকে জীবনে কার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালানো। নবীজীর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক...