অন্যদিকে পোষ্যকোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। তারা ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন'সহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন। আন্দোলনের ডামাডোলে রাকসু নির্বাচন নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা। যদিও কমিশনের ভাষ্য, ঘোষিত সময়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীবের বাসভবনে, তারই সভাপতিত্বে হয় জরুরি সিন্ডিকেট সভা। রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ জানান, পোষ্য কোটা নিয়ে উপাচার্যের দেয়া সিদ্ধান্ত স্থগিতাদেশ বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সিন্ডিকেট সভায় পোষ্য কোটা 'স্থগিত' করা হয়েছে। উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ৫ সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। যথাসময়ে রাকসু অনুষ্ঠিত ও স্থানীয় তৃতীয় পক্ষ উসকানি দিয়ে কোনো নাশকতা করতে না পারে সেজন্য কমিটি গঠিত হয়েছে। এদিকে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান ও...