আজকের দিনে ব্যাংকিং থেকে শুরু করে বিল পরিশোধ, ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে অফিসের মেইল—সবকিছুই ঘুরে ফিরে এখন অনলাইনে। আর এই অনলাইন দুনিয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো আপনার পাসওয়ার্ড। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এখনো অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন—কেউ নিজের নাম, কেউ জন্ম তারিখ, আবার কেউ ‘১২৩৪৫৬’ লিখে নিশ্চিন্ত থাকেন।অথচ প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকারদের হাতে সেই সহজ পাসওয়ার্ড ভাঙতে সময় লাগছে কয়েক সেকেন্ডেরও কম। ইন্টারনেট-নিরাপত্তা সংস্থা হাইভ সিস্টেমসের ২০২৪ সালের এক রিপোর্টে দেখা গেছে, মাত্র কয়েক অক্ষরের ছোট পাসওয়ার্ড মুহূর্তেই হ্যাক হয়ে যেতে পারে, আর একটু বড় ও জটিল পাসওয়ার্ড ভাঙতে লেগে যায় হাজার বছর! তাই বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি সচেতন না হন, তবে আমাদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে অর্থ পর্যন্ত সবকিছু ঝুঁকিতে পড়বে।চলুন তাহলে জেনে নিই, কোন ধরনের পাসওয়ার্ড হ্যাক...