যুক্তরাজ্য, ক্যানাডা এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে৷ জাতিসংঘের সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর আগে এই ঘোষণা এলো৷ রবিবার আধা ঘণ্টার ব্যবধানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া দেশগুলোর তালিকায় যোগ দিলো অস্ট্রেলিয়া, ক্যানাডা এবং যুক্তরাজ্য৷ পর্তুগালেরও রবিবার এই স্বীকৃতি ঘোষণা করার কথা রয়েছে৷জাতিসংঘের অধিবেশনে স্বীকৃতি দেয়ার কথাআগে থেকেই জানিয়েছে ফ্রান্স ও বেলজিয়ামও৷ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রবিবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছেন৷ এমন ঘোষণার ফলে দীর্ঘদিনের ব্রিটিশ নীতির অবসান ঘটলো৷ স্টারমারের পূর্ববর্তী সরকারগুলো স্বীকৃতি দেয়ার বিষয়টি শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে আসা উচিত, এমন নীতি অনুসরণ করে আসছিল৷ জুলাই মাসেই ইসরায়েলকে একটি আল্টিমেটাম দিয়েছিলেন স্টারমার৷ তিনি বলেছিলেন, যুক্তরাজ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যদি না, যদি ইসরায়েল ‘‘গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ'' নেয়৷ তবে এরপর...