জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. সিয়াম আহসান আয়ানের জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি বলেছেন, আবু সাঈদকে বাঁচাতে গিয়ে বাম পাশের পুরো শরীরে গুলিবিদ্ধ হই। সিয়ামের বয়স ১৮ বছর। তিনি রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। ট্রাইব্যুনালে সিয়াম বলেন, তৎকালীন সরকার আদালতের রায়ের মাধ্যমে ২০২৪ সালে কোটাব্যবস্থা ফের চালু করলে ওই বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা পুরো দেশে আন্দোলন শুরু করেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা, নাতিপুতি’ বলে সম্বোধন করেন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ আন্দোলন থামানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট।’ সরকারের এসব উসকানিমূলক বক্তব্যের পর আন্দোলন আরও বেগবান হতে শুরু করে। সাক্ষী জানান,...