আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন— পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, নীলকণ্ঠ আইচ মজুমদার, হাবিবুর রহমান হাবিব, উবায়দুল্লাহ রুমি এবং ওয়াইপিএজি কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমান। এ সময় দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ আঞ্চলিক ফিল্ড কো-অর্ডিনেটর আক্তারুজ্জামানও উপস্থিত...