টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেবের অভিনয় জীবনের ২০ বছর পূর্তি। ৭৫ হাজার টাকা দিয়ে তার পারিশ্রমিক শুরু হয়। বক্স অফিস অনুযায়ী, এখন প্রযোজক-অভিনেতার কোটি কোটি টাকা উপার্জন। টাকা-পয়সা লেনদেনের সময় দেব তাহলে কী ব্যবহার করেন— ডেবিট, ক্রেডিট, না কি ‘মাফিয়া’ কার্ড— কোনটি?— এমন প্রশ্ন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। গতকাল শনিবার পূজার সিনেমা ‘রঘু ডাকাত’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন পরিচালক। এমন প্রশ্নের উত্তর জানার আগে, হঠাৎ কেন এমন প্রশ্ন, তা জানা দরকার। গত দুই বছর ধরে পূজা কিংবা বড়দিনে বাংলা সিনেমা মুক্তির আগে কিছু পরিচালক ও প্রযোজকের অভিযোগ রয়েছে— রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেব নাকি নিজের সিনেমার জন্য বেশিসংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় দখল করে থাকেন। নাম না করে তাকে কটাক্ষ করা হয়, তিনি নাকি ‘মাফিয়া কার্ড’ খেলেন। এ অভিযোগ...