‘বাংলাদেশ তরিকত পার্টি (বিটিপি)’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। দলটির সভাপতি মোহাম্মদ হাসান আলী চিশতি এবং মহাসচিব সৈয়দ মো. মাসুদ রানা। আত্মপ্রকাশের পর দলের ৩৭টি লক্ষ্য ও উদ্দেশ্য সমন্ধে বলেন নেতারা। সেগুলো হলো- পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা; স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা; মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখা এবং জুলাই ২৪ এর আন্দোলনের আদর্শ রক্ষা করা; আদর্শবাদের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ আদর্শ রাষ্ট্র গঠন করা। এছাড়া সমাজ তথা দেশের সর্বস্তরের সব প্রকার অনিয়ম চিরতরে দূরীকরণ; ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করা ও ধর্মীয় স্বাধীকার ও ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করা; ইসলাম ধর্মসহ দেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের ও ধর্মীয় অনুষ্ঠানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা; বেকার সমস্যা দূরীকরণ করা ও নারী-পুরুষের কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণের...