শহিদ জয়, যশোর:যশোরে পুলিশ পরিচয়ে সংঘটিত আলোচিত স্বর্ণ ডাকাতি মামলায় চারজন আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকি-টকি, কসটেপ ও একটি প্রাইভেটকারসহ লুণ্ঠিত সোনার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেছেন,গত ১৪ জুলাই সকালে যশোর শহরের রাজারহাট রেলক্রসিং এলাকায় প্রাইভেটকারে বাধা দিয়ে পুলিশ পরিচয়ে কয়েকজন সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু ও কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে হাতকড়া পরায়। পরে তাদের কাছ থেকে ১৯ ভরি ৮ আনা স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ভুক্তভোগীদের মনিরামপুর উপজেলার ট্যাংরাখালী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে যশোর কোতোয়ালি ও যশোর...