এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই দল প্রথম মুখোমুখি হয়। সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়ায় ভারত ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় লাভ করে ভারত। সেই ম্যাচে জয় পরাজয়ের চেয়ে দুই দলের অধিনায়কের টস শেষে হ্যান্ডশেক না করা; খেলা শেষে পাকিস্তান হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয়রা ড্রেসিংরুমে ফিরে দরজা নক করে দেয়া নিয়ে তোলপার হয়। বিষয়টি এশিয়া কাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পর্যন্ত গড়ায়। পাকিস্তান সেই ম্যাচের ম্যাচ রেফারি পাইক্রফটের অপসারণ দাবি করে। সায় দেয়নি আইসিসি। যে কারণে পাকিস্তান সংবাদ সম্মেলন বয়কট করে। আরব আমিরাতের...