ভারতের জনপ্রিয় থ্রিলার মুভি সিরিজ ‘দৃশ্যম’। দক্ষিণ ভারতের সিনেমাটি হিন্দি ভাষায় রিমেক হয়েও জনপ্রিয়তা পেয়েছে। এবার এটি কোরিয়ান ভাষায় তৈরি হতে যাচ্ছে। এই রিমেকে পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন দিওক নোহ। বিষয়টি নিশ্চিত করেছেন কোরিয়ার অ্যান্থোলজি স্টুডিওসের সভাপতি চোয়ি জে-ওন। বুসানের এশিয়ান কন্টেন্টস ও ফিল্ম মার্কেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন। কোরিয়ায় ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এই রিমেক অ্যান্থোলজি স্টুডিওস ও ভারতের প্যানোরামা স্টুডিওসের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে। এই প্রকল্পটি প্রথমে ২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে ঘোষণা করা হয়। প্যানোরামা স্টুডিওস পরিচালনা করছেন প্রযোজক কুমার মানগাট পাঠক ও অভিষেক পাঠক। অ্যান্থোলজি স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন প্রাক্তন ওয়ার্নার ব্রাদার্সের কোরিয়ান প্রোডাকশন প্রধান চোয়ি জে-ওন (জে চোয়ি নামে পরিচিত), প্যারাসাইট সিনেমার অভিনেতা সঙ্গ কাং-হো এবং খ্যাতনামা পরিচালক কিম জি-উন। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতা দিওক...