চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় চবির বুদ্ধিজীবী চত্বরে এ প্যানেল ঘোষণা করা হয়। অহিংস শিক্ষার্থী ঐক্য মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলে ভিপি (সহ-সভাপতি) পদে লড়বেন মুহাম্মদ ফরহাদুল ইসলাম, জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়বেন মুহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব এবং এজিএস পদে নির্বাচনে অংশ নেবেন শহীদুল ইসলাম শাহেদ। অন্য সম্পাদকীয় পদের মধ্যে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে খায়রুল আমীন হৃদয়, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফয়সাল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ এহছানুল হক, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক পদে এস এম আলী হোসাইন জিসান, সহ-দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ ইব্রাহীম রুবেল, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে জাকিয়া সুলতানা, গবেষণা ও...