প্রাইভেট পড়ার সময় ছাত্রীদের শরীরে খারাপ স্পর্শ এবং প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখানোর অভিযোগে এক শিক্ষককে বেদম পিটিয়েছেন কয়েকজন অভিভাবক। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইলে কবি নজরুল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক কুদ্দুস মোল্লা ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।নবম শ্রেণির এক শিক্ষার্থীর মা জানান, প্রতিদিন সকালে মেয়েকে প্রাইভেট পড়াতে পাঠাতেন। সেখানেই শিক্ষক অনাকাঙ্ক্ষিতভাবে শরীর স্পর্শ করতেন। মেয়েকে জিজ্ঞাসা করলে কেঁদে সব বলে দেয়। একই রকম অভিযোগ করেছেন আরও দুই অভিভাবক। শিক্ষক কুদ্দুস মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে ৫৭ জন ছাত্রী পড়ে। তাদের মধ্যে দুজন ছাড়া কারও কোনো অভিযোগ নেই। আমি কেবল ছেলেদের সঙ্গে প্রেম করার কারণে কয়েকজন ছাত্রীকে শাসন করেছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব বলেন, অভিভাবকরা বিষয়টি নিয়ে...