অনুসন্ধানে জানা গেছে, এ ইউটার্নকে ঘিরে ভয়াবহ সব দুর্ঘটনার মূল কারণ ছিল উল্টো পথে যানবাহনের প্রবেশ ও বাহির। গত তিন বছরে এখানে অন্তত ৫৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১১ জন যাত্রী, পথচারী ও চালক। আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অনেকে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, খিলা বাজারে প্রবেশ ও বাহির হওয়ার জন্য পরিবহন ও প্রাইভেট গাড়ি উল্টো পথে ইউটার্ন অতিক্রম করত। ফলে উভয়মুখী দ্রুতগতির যানবাহন হঠাৎ বিভ্রান্ত হয়ে দুর্ঘটনার শিকার হতো। ফোর লেন উন্নয়নের পর থেকে ইউটার্নটি যেন দুর্ঘটনার ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছিল। চলতি বছরের সাড়ে আট মাসে এখানে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে। সবশেষ গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মো. শাহ আলম (৫৫) ও বাদল (১৮) নামে দুই ব্যক্তি...