আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করেছে বিসিবি নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে দেশের ক্রিকেট পাড়ায়। যার প্রথম ঝাঁঝ ছড়ালো আজ। প্রয়োজনে বিসিবি ঘেরাওয়ের হুমকি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিসিবি নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগে আজ সংবাদ সম্মেলন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আগামী নির্বাচনে বিসিবি সভাপতি প্রার্থী তামিম ইকবাল। সেখানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনও। বিসিবি নির্বাচনের জন্য জেলাগুলো থেকে কাউন্সিলর হিসেবে নাম দেওয়া হয়েছিল জেলা প্রশাসন থেকে। যাদের বেশিরভাগ নামই ছিল গত বছরের ৫ আগস্টের পরে গঠন করা অ্যাডহক কমিটির বাইরে থেকে। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেই তালিকা বাদ দিয়ে অ্যাডহক কমিটির মধ্য থেকে তালিকা দিতে চিঠি পাঠিয়েছেন। জেলা প্রশাসকদের পাঠানো সেই তালিকা বহাল রাখার...