ইসরায়েল-ফিলিস্তিন সংকট দুইটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে নিরসনের (দ্বিরাষ্ট্র সমাধান) প্রচেষ্টা থেকেই ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রবিবার (২১ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার বলেন, শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা পুনর্জীবিত করতে, মহান ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিচ্ছি। তবে এর মাধ্যমে হামাসকে মোটেও পুরস্কৃত করা হয়নি বলে জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের নিরাপত্তা বা শাসন ব্যবস্থায় হামাসের কোনও স্থান নেই। এই স্বীকৃতি মোটেও হামাসকে পুরস্কৃত করে না। তিনি আরও বলেন, আমাদের আন্তরিক চাওয়া হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে সংকট মোকাবিলা করা। এটি হামাসের বিদ্বেষপূর্ণ দর্শনের সম্পূর্ণ বিপরীত। বেশ কিছুদিন ধরেই যখন একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তের কথা জানাচ্ছিল, তখন থেকেই নাখোশ ছিল ইসরায়েল। দেশটির...