রাজধানীর তুরাগ থানাধীন কাশবনের ভেতর ক্লাস সহকারী বিথী আক্তার ওরফে বিলকিসের অর্ধগলিত লাশ পাওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নিহতের স্বামী বাবুল মিয়াসহ দুই জন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র ও মেহেদী হাসানের আদালত এ জবানবন্দি রেকর্ড করেন। অপর আসামি হলেন মো. সম্রাট (২০)। আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে আদালত উভয়ের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, পারিবারিক কলহের কারণে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আসামিরা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি...