দেশের ৪৯টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে সুপারব্র্যান্ডসের সম্মাননা দেওয়া হয়েছে। গত শনিবার রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ এর গালা আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়েছে। সুপারব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক আয়োজনে দেশের করপোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ এই সম্মাননা দেওয়া হয়। এ সময় সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ শীর্ষক প্রকাশনার প্রচ্ছদ উন্মোচন করা হয়। গালা অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সুপারব্র্যান্ডস নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রচলিত কঠোর মানদণ্ড মেনে করা হয়েছে। একাধিক ধাপে মূল্যায়নের মাধ্যমে কেবল সেসব ব্র্যান্ডকেই নির্বাচন করা হয়েছে, যারা ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা ও প্রাসঙ্গিকতায় নিজেদের আলাদা প্রমাণ করতে পেরেছে।’ স্বাগত বক্তব্যে সুপারব্র্যান্ডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন,...