কর্পোরেট ডেস্ক:এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি “এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)” চালু করেছে। নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্তৃক অর্থায়িত। বাংলাদেশ ব্যাংক এর ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ কাওসার মাতিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প উপ-প্রোগ্রাম পরিচালক মোঃ আয়ুব আলী। এসময়, এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান, ময়মনসিংহ শাখার...