সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৮০ হাজার স্বেচ্ছাসেবক মাঠে থাকবেন। রোববার তিনি বলেন, “নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে এবারের পূজায় ৮০ হাজার ভলেনটিয়ার থাকবে। পাশাপাশি র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত যারা আছেন, তারা মাঠে থাকবেন।” আগামী ২৪ সেপ্টেম্বর থেকে তারা দায়িত্ব পালন শুরু করবেন জানিয়ে তিনি বলেন, “এবার ভালোভাবে পূজা উদযাপিত হবে।” পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়ার সপ্তম দিন আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হচ্ছে না- তা...