সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন চাঁদপুর এলাকায় যমুনা নদীর তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভাঙন অব্যাহত থাকলে বসতভিটা ছাড়াও মসজিদ, মাদ্রাসা, সদিয়া দেওয়ানতলা সংকরহাটি উচ্চ বিদ্যালয়সহ প্রায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বিলীন হয়ে যেতে পারে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘরের খুঁটি, টিনের চাল এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী-শিশুদেরও নদীর পাড়ে ভিড় করতে দেখা যায়। গত শুক্রবার দুপুরের পর থেকে যমুনার প্রবল স্রোতে লালচাঁন, জুড়ান, সাইফুল, রবি, ইয়াদুল ও ডা. এরশাদের বাড়িসহ প্রায় ২৫টি বাড়ি কয়েক মিনিটের মধ্যে নদীতে চলে যায়। ক্ষতিগ্রস্ত আতাহার মণ্ডল জানান, ৭৩ বছর বয়সে তিনি প্রায় ২৫ বার...