বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট অঙ্গন। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তামিম ইকবাল। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক। সংবাদ সম্মেলনে তামিম এবং অন্য সংগঠকরা অভিযোগ করেন, সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চান। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। আরও পড়ুনআরও পড়ুন‘বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন’ সংবাদ সম্মেলনে সুষ্ঠু...