বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু প্রতীক্ষিত নির্বাচন আগামী ৬ অক্টোবর। আজ ঘোষিত নির্বাচনের তফসিলে এই তথ্য জানানো হয়েছে। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকেই ওই দিনই বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচন হবে। বিসিবির সাধারণ পরিষদের সদস্যরাই (কাউন্সিলর) পরিচালক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সর্বশেষ বিসিবি নির্বাচনে কাউন্সিলদের সংখ্যা ছিল ১৭০ জনের মতো। তবে এবার কাউন্সিলর, অর্থাৎ ভোটারের সংখ্যা বাড়বে। প্রথমে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। পরে তা দুই দফা বাড়িয়ে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা ছয়টায়। তফসিল অনুযায়ী কাল সন্ধ্যা সাতটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি। কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় দুই দফা বাড়ানোর...