ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা তিন দেশই প্রকাশ করেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা তিন দেশই প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি দেশের এমন সিদ্ধান্ত মূলত মধ্যপ্রাচ্যে শান্তি ও দুই রাষ্ট্রের সমাধানের আশাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এ ঐতিহাসিক স্বীকৃতি ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি স্থিতিশীল এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা প্রকাশ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। এতে তিনি বলেন, ‘আজ আমরা শান্তির আশা ও দুই রাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করতে স্পষ্টভাবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন...