যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য টাইমস অফ ইসরায়েলকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘আজ নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া এই ঘোষণা দেবে।’ এই পদক্ষেপ নিলে অস্ট্রেলিয়া হবে তৃতীয় পশ্চিমা দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে জাতিসংঘ অধিবেশনের আগে বা অধিবেশন চলাকালীন যুক্তরাজ্য এবং পর্তুগালও এই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ওয়াশিংটনের জন্য সহায়ক নয়। তারা আরও বলেন, অস্ট্রেলিয়া ‘স্বচ্ছভাবে অভ্যন্তরীণ বিবেচনার ভিত্তিতে’ এই পদক্ষেপকে ন্যায্যতা দিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রচেষ্টার বিরোধিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে...